সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

টিকটক-ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্য়াপ নিষিদ্ধ ভারতেটিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্য়াট, বিগো লাইভ-সহ মোট ৫৯টি চিনা অ্য়াপ নিষিদ্ধ করল তথ্য়-প্রযুক্তি মন্ত্রক।

সীমান্ত উত্তেজনার আবহে চিনের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্র সরকার। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় চিনা অ্য়াপ নিষিদ্ধ করল ভারত সরকার। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্য়াট, বিগো লাইভ-সহ মোট ৫৯টি চিনা অ্য়াপ নিষিদ্ধ করল তথ্য়-প্রযুক্তি মন্ত্রক।


টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্য়াট, বিগো লাইভ ছাড়াও নিষিদ্ধ অ্য়াপের তালিকায় রয়েছে ক্লাব ফ্য়াক্টরি, এমআই কমিউনিটি, ভাইরাস ক্লিনার, এমআই ভিডিও কল-শাওমি, হেলো, বিউটি প্লাস, ইউ ক্য়াম মেকআপ, ক্য়াম স্ক্য়ানার, সুইট সেলফি, প্য়ারালেল স্পেস, ইউসি নিউজ, উই মিট, ডিইউ রেকর্ডার, মোবাইল লেজেন্ডস, ওন্ডার ক্য়ামেরা।
তথ্য় প্রযুক্তি মন্ত্রকের তরফে এ ব্য়াপারে জানানো হয়েছে, ওই অ্য়াপগুলি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য় ক্ষতিকারক। সেকারণেই ওই অ্য়াপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। তথ্য় প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্য়াপগুলি নিষিদ্ধ করা হয়েছে।

তথ্য় প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য় সুরক্ষিত রাখার প্রশ্নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্য়ান্ড্রয়েড ও আইওএস প্ল্য়াটফর্মে মোবাইল অ্য়াপকে অপব্য়বহার করে গ্রাহকদের তথ্য় চুরি করা হচ্ছে বলে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল তথ্য় প্রযুক্তি মন্ত্রকে। এরপরই এ ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে। লাদাখে সীমান্ত সংঘাতের আবহে চিনা অ্য়াপ নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত উল্লেখযোগ্য় বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কে এই ‘৬৩ বুড়ি’! তাকে নিয়ে কী করতে চায় ইউটিউব

তথাকথিত ‘৬৩ বুড়ি’-কে নিয়ে তৈরি হয়েছে মাশ-আপ ভিডিও। তাতে গানের ফাঁকে বসেছে মহিলার মুখ থেকে উচ্চারিত গালাগালি। '63 Buri' ইউটিউব কতটা এগিয়ে দিচ্ছে মানব সভ্যতাকে? এই বিষয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বাংলা-য় যদি রচনা লিখতে বলা হয়, তা হলে আশ্চর্য হবেন না। দিনকাল পুরো ইউটিউবেরই। সোশ্যাল মিডিয়া পোস্টানোর জন্য এই খনি অনন্ত। তার উপরে বেবাক স্বাধীনতা যা খুশি আপলোড করার। বোথ ওয়ে ট্রাফিক। হিঁয়াসে গাড়ি ঘুসাও হুঁয়াসে নিকাল দো। এই আসা-যাওয়ার পথের ধারেই যা খেলার, তা খেলে নাও। ইউটিউবে নিয়মিত ভ্রমণরতরা জানেন, এই খেলা এক অন্তহীন পরিসরে। কূল নাই কিনার নাই অথই দরিয়ার পানি। সেই দরিয়ায় যেমন সোনার পাহাড়ওয়ালা দ্বীপ রয়েছে, অমরত্বের আরক-সমৃদ্ধ কলস রয়েছে, তেমনই অজানা হিংস্র প্রাণী-টানিও রয়েছে। অনেকেই বলে থাকেন, ইউটিউব একসময়ে টিভি-কে আউট করে দেবে। দিক। তাই যেন হয় মা মঙ্গলচণ্ডী। কদর্য সিরিয়াল, খবরের নামে অতিনাটক, গান শোনানোর নামে জগঝম্প, সাক্ষাৎকারের নামে কতগুলো অনড্বানের আত্মপ্রচার আর হাসিমুখে দন্তশূল ঢেকে বাংলা উচ্চারণরতা কিছু অ্যাঙ্কর দেখে দেখে চোখে মরু সাহারা। এর বাইরে কি বেরতে পারে না অডিও-ভিস্যু

'গোলন্দাজ' দেবের টানে হলমুখী দর্শক, বক্স অফিসে প্রথম সপ্তাহে ২ কোটির ওপর ব্যবসা!

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিস মাতাচ্ছে 'গোলন্দাজ'। আয় ২ কোটিরও বেশি!  পুজোয় মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের নানান ঘটনা উঠে এসেছে ছবিতে। উনবিংশ শতাব্দীর শেষার্ধে দেশের মাটিতে ইংরেজদের খেলায় তাঁদের হারানোর শপথ নিয়েছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। সেই চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন দেব। ছবি ঘিরে প্রথম থেকেই একটা তুমুল উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে।  এবার বক্স অফিসে কাপালো ‘গোলন্দাজ’। মুক্তির প্রথম সপ্তাহেই আয় ২ কোটিরও বেশি! ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে সিনেমা হল। এবার সবচেয়ে বেশি আয় করল দেব অভিনীত এই ছবি। ছবির মুক্তির পর থেকে গত ৪-৫ দিন ধরে প্রায় প্রত্যেক প্রেক্ষাগৃহে হাউজফুল ছিল এই ছবির দৌলতে।  গোলন্দাজের নির্মাতারা আগামী সপ্তাহগুলিতে আরও বেশি প্রত্যাশা করছেন। কারণ তারা বিশ্বাস করেন উত্সবের আমেজ পেরিয়ে গেলেও, দর্শকদের সিনেমা হলে যাওয়ার অভ্যাস আবার ফিরে আসছে। গোলন্দাজের সাফল্যে উচ্ছ্বসিত দেব বলেন, ‘আমি খুশি যে দর্শকরা সিনেমা হলে ফিরছে। গত দু’বছর ধরে এই করোনা অতিমারির আবহে দর

Bigg Boss 15: এবার নাতি হলে নাম রাখবেন ‘সুটকেস’, সলমনের শো-তে বাপ্পির মন্তব্য

নাতির নতুন গান ‘বাচ্চা পার্টি’র প্রোমোশনে নাতির সঙ্গে সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। প্রথমবার সলমন খানের শো বিগ বস ১৫-এর সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। সঙ্গে ছিল নাতি রেগো। নাতি স্বস্তিক ওরফে রেগোর নতুন গান ‘বাচ্চা পার্টি’র প্রোমোশনে নাতির সঙ্গে সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি।  প্রবাদপ্রতিম সংগীত শিল্পীকে শো-তে স্বাগত জানিয়ে হোস্ট সলমন বলেন, ‘প্রথমবার বিগবসের মঞ্চে বাপ্পিদা এসেছেন। অনেকেই হয়তো জানেন না বাপ্পি দা-এর আসল নাম অলোকেশ’। এই কথা শুনেই মজা করে সংগীত শিল্পী বলেন, ‘আমার নাম অলোকেশ। আমার ছেলের নাম অরুণেশ। ঠিক করেছি এরপর যে আসবে তাঁর নাম রাখব সুটকেস’। শুনে শো-এর মধ্যে হেসে লুটিয়ে পড়েন সলমন। সলমন খান এরপর বাপ্পির নাতি রেগো ওরফে স্বস্তিক লাহিড়িকে স্বাগত জানান। স্বস্তিক বাপ্পি লাহিড়ির মেয়ে রিমা লাহিড়ির ছেলে। রেগোর নতুন গান মুক্তির প্রোমোশনে মূলত শো-তে এসে হাজির হয়েছিলেন দুজনে। নাতি এই নতুন পথচলা সম্পর্কে প্রথিতযশা সংগীতশিল্পী পিটিআইকে বলেছিলেন, ‘এত অল্প বয়সে আমার নাতি মিউজিকে কেরিয়ার শুরু করেছে, এত আমি দারুণ খুশি, গর্বিতও। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর