সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Amazon & Flipkart Sale: ৫০০ টাকারও কমে মিলছে 4G/MP3 প্লেয়ার-সহ Nokia ফোন!


একটা রাফ ইউজের ফোন কেনার পরিকল্পনা থাকলে এটাই সেটা কেনার সেরা সময়।

ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়ন ডে'জ সেল। অন্যদিকে অ্যামাজনে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। দুই জায়গাতেই স্মার্টফোন, হোম অ্যাপ্লায়েন্স-সহ প্রায় প্রতিটি সেগমেন্টেই আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে।

ছাড় দেওয়া হচ্ছে সস্তার ফিচার ফোনেও। দুটি সাইটেই বাম্পার এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। ফলে ফিচার ফোনগুলি আরও সস্তায় কিনতে পারবেন। তাই একটা রাফ ইউজের ফোন কেনার পরিকল্পনা থাকলে এটাই সেটা কেনার সেরা সময়।


Flipkart-এ সস্তার ফিচার ফোন


১. DIZO Star 300


Dizo রিয়েলমির সাব-ব্র্যান্ড। এর নতুন ফিচার ফোন DIZO Star 300 ফ্লিপকার্টে সেলে ভালই বিক্রি হচ্ছে। ১,৪৯৯ টাকা দাম। তবে সেলে ৩০০ টাকা কম অর্থাৎ ১,১৯৯ টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, গ্রাহকরা ৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন। অর্থাৎ মাত্র ৫৯৯ টাকায় ফোনটি কেনা যাবে।


২. Easyfone Shield


ফোনটির MRP ৬,৪৯৯ টাকা। ফ্লিপকার্টে সেলে ৫,৩৯৯ টাকায় পাবেন। সর্বোচ্চ ৪,৮৫০ টাকার এক্সচেঞ্জ অফার পাবেন। অর্থাৎ, যদি আপনি সম্পূর্ণ এক্সচেঞ্জ বোনাস পান, তাহলে ফোনটির দাম পড়বে মাত্র ৫৪৯ টাকা।


Amazon-এ সস্তার ফিচার ফোন

১. Nokia 105 Single SIM (Black)


আমাজনে মাত্র ১,২৪৯ টাকায় পাবেন। তবে আমাজনের সেলে মাত্র ৪৯৯ টাকায় পাবেন। থাকছে ৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।


২. NOKIA 105 Dual SIM (Black)


ফোনের MRP ১,৩৪৯ টাকা। কিন্তু আমাজনে সেলে ১,২৯৯ টাকায় পাবেন। এই ফোনেও ৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। অর্থাত্ সম্পূর্ণ এক্সচেঞ্জ বোনাস পেলে মাত্র ৫৪৯ টাকায় কেনা যাবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কে এই ‘৬৩ বুড়ি’! তাকে নিয়ে কী করতে চায় ইউটিউব

তথাকথিত ‘৬৩ বুড়ি’-কে নিয়ে তৈরি হয়েছে মাশ-আপ ভিডিও। তাতে গানের ফাঁকে বসেছে মহিলার মুখ থেকে উচ্চারিত গালাগালি। '63 Buri' ইউটিউব কতটা এগিয়ে দিচ্ছে মানব সভ্যতাকে? এই বিষয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বাংলা-য় যদি রচনা লিখতে বলা হয়, তা হলে আশ্চর্য হবেন না। দিনকাল পুরো ইউটিউবেরই। সোশ্যাল মিডিয়া পোস্টানোর জন্য এই খনি অনন্ত। তার উপরে বেবাক স্বাধীনতা যা খুশি আপলোড করার। বোথ ওয়ে ট্রাফিক। হিঁয়াসে গাড়ি ঘুসাও হুঁয়াসে নিকাল দো। এই আসা-যাওয়ার পথের ধারেই যা খেলার, তা খেলে নাও। ইউটিউবে নিয়মিত ভ্রমণরতরা জানেন, এই খেলা এক অন্তহীন পরিসরে। কূল নাই কিনার নাই অথই দরিয়ার পানি। সেই দরিয়ায় যেমন সোনার পাহাড়ওয়ালা দ্বীপ রয়েছে, অমরত্বের আরক-সমৃদ্ধ কলস রয়েছে, তেমনই অজানা হিংস্র প্রাণী-টানিও রয়েছে। অনেকেই বলে থাকেন, ইউটিউব একসময়ে টিভি-কে আউট করে দেবে। দিক। তাই যেন হয় মা মঙ্গলচণ্ডী। কদর্য সিরিয়াল, খবরের নামে অতিনাটক, গান শোনানোর নামে জগঝম্প, সাক্ষাৎকারের নামে কতগুলো অনড্বানের আত্মপ্রচার আর হাসিমুখে দন্তশূল ঢেকে বাংলা উচ্চারণরতা কিছু অ্যাঙ্কর দেখে দেখে চোখে মরু সাহারা। এর বাইরে কি বেরতে পারে না অডিও-ভিস্যু

'গোলন্দাজ' দেবের টানে হলমুখী দর্শক, বক্স অফিসে প্রথম সপ্তাহে ২ কোটির ওপর ব্যবসা!

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিস মাতাচ্ছে 'গোলন্দাজ'। আয় ২ কোটিরও বেশি!  পুজোয় মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের নানান ঘটনা উঠে এসেছে ছবিতে। উনবিংশ শতাব্দীর শেষার্ধে দেশের মাটিতে ইংরেজদের খেলায় তাঁদের হারানোর শপথ নিয়েছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। সেই চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন দেব। ছবি ঘিরে প্রথম থেকেই একটা তুমুল উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে।  এবার বক্স অফিসে কাপালো ‘গোলন্দাজ’। মুক্তির প্রথম সপ্তাহেই আয় ২ কোটিরও বেশি! ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে সিনেমা হল। এবার সবচেয়ে বেশি আয় করল দেব অভিনীত এই ছবি। ছবির মুক্তির পর থেকে গত ৪-৫ দিন ধরে প্রায় প্রত্যেক প্রেক্ষাগৃহে হাউজফুল ছিল এই ছবির দৌলতে।  গোলন্দাজের নির্মাতারা আগামী সপ্তাহগুলিতে আরও বেশি প্রত্যাশা করছেন। কারণ তারা বিশ্বাস করেন উত্সবের আমেজ পেরিয়ে গেলেও, দর্শকদের সিনেমা হলে যাওয়ার অভ্যাস আবার ফিরে আসছে। গোলন্দাজের সাফল্যে উচ্ছ্বসিত দেব বলেন, ‘আমি খুশি যে দর্শকরা সিনেমা হলে ফিরছে। গত দু’বছর ধরে এই করোনা অতিমারির আবহে দর

Bigg Boss 15: এবার নাতি হলে নাম রাখবেন ‘সুটকেস’, সলমনের শো-তে বাপ্পির মন্তব্য

নাতির নতুন গান ‘বাচ্চা পার্টি’র প্রোমোশনে নাতির সঙ্গে সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। প্রথমবার সলমন খানের শো বিগ বস ১৫-এর সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। সঙ্গে ছিল নাতি রেগো। নাতি স্বস্তিক ওরফে রেগোর নতুন গান ‘বাচ্চা পার্টি’র প্রোমোশনে নাতির সঙ্গে সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি।  প্রবাদপ্রতিম সংগীত শিল্পীকে শো-তে স্বাগত জানিয়ে হোস্ট সলমন বলেন, ‘প্রথমবার বিগবসের মঞ্চে বাপ্পিদা এসেছেন। অনেকেই হয়তো জানেন না বাপ্পি দা-এর আসল নাম অলোকেশ’। এই কথা শুনেই মজা করে সংগীত শিল্পী বলেন, ‘আমার নাম অলোকেশ। আমার ছেলের নাম অরুণেশ। ঠিক করেছি এরপর যে আসবে তাঁর নাম রাখব সুটকেস’। শুনে শো-এর মধ্যে হেসে লুটিয়ে পড়েন সলমন। সলমন খান এরপর বাপ্পির নাতি রেগো ওরফে স্বস্তিক লাহিড়িকে স্বাগত জানান। স্বস্তিক বাপ্পি লাহিড়ির মেয়ে রিমা লাহিড়ির ছেলে। রেগোর নতুন গান মুক্তির প্রোমোশনে মূলত শো-তে এসে হাজির হয়েছিলেন দুজনে। নাতি এই নতুন পথচলা সম্পর্কে প্রথিতযশা সংগীতশিল্পী পিটিআইকে বলেছিলেন, ‘এত অল্প বয়সে আমার নাতি মিউজিকে কেরিয়ার শুরু করেছে, এত আমি দারুণ খুশি, গর্বিতও। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর