সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Bigg Boss 15: এবার নাতি হলে নাম রাখবেন ‘সুটকেস’, সলমনের শো-তে বাপ্পির মন্তব্য

নাতির নতুন গান ‘বাচ্চা পার্টি’র প্রোমোশনে নাতির সঙ্গে সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। প্রথমবার সলমন খানের শো বিগ বস ১৫-এর সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। সঙ্গে ছিল নাতি রেগো। নাতি স্বস্তিক ওরফে রেগোর নতুন গান ‘বাচ্চা পার্টি’র প্রোমোশনে নাতির সঙ্গে সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি।  প্রবাদপ্রতিম সংগীত শিল্পীকে শো-তে স্বাগত জানিয়ে হোস্ট সলমন বলেন, ‘প্রথমবার বিগবসের মঞ্চে বাপ্পিদা এসেছেন। অনেকেই হয়তো জানেন না বাপ্পি দা-এর আসল নাম অলোকেশ’। এই কথা শুনেই মজা করে সংগীত শিল্পী বলেন, ‘আমার নাম অলোকেশ। আমার ছেলের নাম অরুণেশ। ঠিক করেছি এরপর যে আসবে তাঁর নাম রাখব সুটকেস’। শুনে শো-এর মধ্যে হেসে লুটিয়ে পড়েন সলমন। সলমন খান এরপর বাপ্পির নাতি রেগো ওরফে স্বস্তিক লাহিড়িকে স্বাগত জানান। স্বস্তিক বাপ্পি লাহিড়ির মেয়ে রিমা লাহিড়ির ছেলে। রেগোর নতুন গান মুক্তির প্রোমোশনে মূলত শো-তে এসে হাজির হয়েছিলেন দুজনে। নাতি এই নতুন পথচলা সম্পর্কে প্রথিতযশা সংগীতশিল্পী পিটিআইকে বলেছিলেন, ‘এত অল্প বয়সে আমার নাতি মিউজিকে কেরিয়ার শুরু করেছে, এত আমি দারুণ খুশি, গর্বিতও। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর
সাম্প্রতিক পোস্টগুলি

'গোলন্দাজ' দেবের টানে হলমুখী দর্শক, বক্স অফিসে প্রথম সপ্তাহে ২ কোটির ওপর ব্যবসা!

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিস মাতাচ্ছে 'গোলন্দাজ'। আয় ২ কোটিরও বেশি!  পুজোয় মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের নানান ঘটনা উঠে এসেছে ছবিতে। উনবিংশ শতাব্দীর শেষার্ধে দেশের মাটিতে ইংরেজদের খেলায় তাঁদের হারানোর শপথ নিয়েছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। সেই চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন দেব। ছবি ঘিরে প্রথম থেকেই একটা তুমুল উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে।  এবার বক্স অফিসে কাপালো ‘গোলন্দাজ’। মুক্তির প্রথম সপ্তাহেই আয় ২ কোটিরও বেশি! ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে সিনেমা হল। এবার সবচেয়ে বেশি আয় করল দেব অভিনীত এই ছবি। ছবির মুক্তির পর থেকে গত ৪-৫ দিন ধরে প্রায় প্রত্যেক প্রেক্ষাগৃহে হাউজফুল ছিল এই ছবির দৌলতে।  গোলন্দাজের নির্মাতারা আগামী সপ্তাহগুলিতে আরও বেশি প্রত্যাশা করছেন। কারণ তারা বিশ্বাস করেন উত্সবের আমেজ পেরিয়ে গেলেও, দর্শকদের সিনেমা হলে যাওয়ার অভ্যাস আবার ফিরে আসছে। গোলন্দাজের সাফল্যে উচ্ছ্বসিত দেব বলেন, ‘আমি খুশি যে দর্শকরা সিনেমা হলে ফিরছে। গত দু’বছর ধরে এই করোনা অতিমারির আবহে দর

300 টাকারও কম খরচে সেরা 10 ডিভাইস, Amazon Navratri Sale-এ বাম্পার অফার!

নিজের জীবনকে আরও সুন্দর করে তুলতে Amazon Navratri Sale থেকে কয়েকটি গ্যাজেটস কিনতে পারেন। খুবই কম দামের এই গ্যাজেটগুলি আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে। 275 টাকা থেকে এই গ্যাজেটগুলির দাম শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে স্মার্ট বাল্ব ও প্লাগ, ভাইরাস স্যানিটাইজার, চার্জিং স্টেশন স্মার্টওয়াচ ও আরও অনেক প্রডাক্ট। এমন 10টি প্রডাক্ট ও তাদের দাম সম্পর্কে বিশদে জেনে নিন:- V2A UV Light Sanitizer Wand আপনার গ্যাজেটগুলিকে ব্যাকটেরিয়া-মুক্ত রাখতে 1,499 টাকার এই গ্যাজেট মাত্র 599 টাকায় কেনার সুযোগ পাবেন। ল্যাপটপ, মোবাইল ও অন্যান্য অ্যাক্সেসারিজ় ভাইরাস-মুক্ত করার জন্য আদর্শ এই ডিভাইস। এই ডিভাইস ব্যবহার করে নিজের গ্যাজেটগুলিকে 99.99 শতাংশ জীবাণুমুক্ত করে রাখতে পারবেন। পাশাপাশিই আবার ছোট্ট এই ডিভাইস সহজেই পকেটে নিয়ে চলাফেরা করতে পারবেন। USB পাওয়ার সোর্স অথবা চারটি AAA ব্যাটারির মাধ্যমে এই ডিভাইস চালিত হবে। Wipro B22 12.5W স্মার্ট LED বাল্ব বাড়িতে স্মার্টফোন, স্মার্টটিভি-সহ আরও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের উপস্থিতির কারণে স্মার্ট বাল্বের জনপ্রিয়তা ব্যাপক ভাবে বে

Amazon & Flipkart Sale: ৫০০ টাকারও কমে মিলছে 4G/MP3 প্লেয়ার-সহ Nokia ফোন!

একটা রাফ ইউজের ফোন কেনার পরিকল্পনা থাকলে এটাই সেটা কেনার সেরা সময়। ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়ন ডে'জ সেল। অন্যদিকে অ্যামাজনে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। দুই জায়গাতেই স্মার্টফোন, হোম অ্যাপ্লায়েন্স-সহ প্রায় প্রতিটি সেগমেন্টেই আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। ছাড় দেওয়া হচ্ছে সস্তার ফিচার ফোনেও। দুটি সাইটেই বাম্পার এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। ফলে ফিচার ফোনগুলি আরও সস্তায় কিনতে পারবেন। তাই একটা রাফ ইউজের ফোন কেনার পরিকল্পনা থাকলে এটাই সেটা কেনার সেরা সময়। Flipkart-এ সস্তার ফিচার ফোন ১. DIZO Star 300 Dizo রিয়েলমির সাব-ব্র্যান্ড। এর নতুন ফিচার ফোন DIZO Star 300 ফ্লিপকার্টে সেলে ভালই বিক্রি হচ্ছে। ১,৪৯৯ টাকা দাম। তবে সেলে ৩০০ টাকা কম অর্থাৎ ১,১৯৯ টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, গ্রাহকরা ৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন। অর্থাৎ মাত্র ৫৯৯ টাকায় ফোনটি কেনা যাবে। ২. Easyfone Shield ফোনটির MRP ৬,৪৯৯ টাকা। ফ্লিপকার্টে সেলে ৫,৩৯৯ টাকায় পাবেন। সর্বোচ্চ ৪,৮৫০ টাকার এক্সচেঞ্জ অফার পাবেন। অর্থাৎ, যদি আপনি সম্পূর্ণ এক্সচেঞ্জ বোনাস পান, তাহলে ফোনটির দাম পড়বে মাত্র ৫

7000MAH ব্যাটারি সহ 3 দুর্দান্ত স্মার্টফোন, দাম 10999 টাকা থেকে শুরু

HIGHLIGHTS সেরা 7000mAh ব্যাটারি সমেত মোবাইলের খোঁজ বাজেটের মধ্যে কেনা যাবে 7000mAh ব্যাটারির ফোন Samsung Galaxy F 62 , Tecno Pova 2, Samsung Galaxy M51 মডেল আসে 7000mAh   যে কোনো স্মার্টফোনের ক্যামেরা ও স্টোরেজের সাথে গুরুত্বপূর্ণ ফিচার হল ব্যাটারি। আজকাল অধিকাংশ মোবাইলেই থাকে 5,000 mAh ব্যাটারি ফিচার। তবে এখন কয়েকটি হ্যান্ডসেট রয়েছে যারা 7000mAh ব্যাটারি। আপনিও যদি এমন ব্যাটার ফিচারের স্মার্টফোন কিনতে চান তবে চোখ বোলাতে পারেন নীচের লিস্টে।Samsung Galaxy F62, Tecno Pova 2, Samsung Galaxy M51 মডেল আসে 7000mAh ব্যাটারি ফিচারসমেত। এই মডেলগুলি বেশ বাজেট ফ্রেন্ডলিও। পাওয়া যাবে 25,000 টাকার  Samsung Galaxy F62 হাতেগোনা যে কয়েকটি স্মার্টফোনে 7000mAh ব্যাটারি ফিচার পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হল Samsung Galaxy F62। 25,000 টাকা বাজেটের মধ্যে যেসমস্ত স্মার্টফোন পাওয়া যায় তাদের মধ্যে সেরা হল এই মোবাইল। Samsung Galaxy F62 স্মার্টফোনের আকর্ষণীয় স্পেসিফিকেশনগুলি হল- 8GB RAM স্টোরেজ ফিচার যা এক্সপ্যান্ড করা যায় 1TB পর্যন্ত। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। ক্যা

Sardar Ka Grandson (2021) Full HD Hindi Movie Free Download

Sardar Ka Grandson (2021) 👉 Click here to Download

টিকটক-ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্য়াপ নিষিদ্ধ ভারতেটিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্য়াট, বিগো লাইভ-সহ মোট ৫৯টি চিনা অ্য়াপ নিষিদ্ধ করল তথ্য়-প্রযুক্তি মন্ত্রক।

সীমান্ত উত্তেজনার আবহে চিনের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্র সরকার। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় চিনা অ্য়াপ নিষিদ্ধ করল ভারত সরকার। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্য়াট, বিগো লাইভ-সহ মোট ৫৯টি চিনা অ্য়াপ নিষিদ্ধ করল তথ্য়-প্রযুক্তি মন্ত্রক। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্য়াট, বিগো লাইভ ছাড়াও নিষিদ্ধ অ্য়াপের তালিকায় রয়েছে ক্লাব ফ্য়াক্টরি, এমআই কমিউনিটি, ভাইরাস ক্লিনার, এমআই ভিডিও কল-শাওমি, হেলো, বিউটি প্লাস, ইউ ক্য়াম মেকআপ, ক্য়াম স্ক্য়ানার, সুইট সেলফি, প্য়ারালেল স্পেস, ইউসি নিউজ, উই মিট, ডিইউ রেকর্ডার, মোবাইল লেজেন্ডস, ওন্ডার ক্য়ামেরা। তথ্য় প্রযুক্তি মন্ত্রকের তরফে এ ব্য়াপারে জানানো হয়েছে, ওই অ্য়াপগুলি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য় ক্ষতিকারক। সেকারণেই ওই অ্য়াপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। তথ্য় প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্য়াপগুলি নিষিদ্ধ করা হয়েছে। তথ্য় প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য় সুরক্ষিত রাখার প্রশ্নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্য়ান্ড্রয়েড ও আইওএস প্ল্য়াটফর্মে মোবাইল অ্য়াপকে অপব্য়