সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

300 টাকারও কম খরচে সেরা 10 ডিভাইস, Amazon Navratri Sale-এ বাম্পার অফার!

নিজের জীবনকে আরও সুন্দর করে তুলতে Amazon Navratri Sale থেকে কয়েকটি গ্যাজেটস কিনতে পারেন। খুবই কম দামের এই গ্যাজেটগুলি আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে। 275 টাকা থেকে এই গ্যাজেটগুলির দাম শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে স্মার্ট বাল্ব ও প্লাগ, ভাইরাস স্যানিটাইজার, চার্জিং স্টেশন স্মার্টওয়াচ ও আরও অনেক প্রডাক্ট। এমন 10টি প্রডাক্ট ও তাদের দাম সম্পর্কে বিশদে জেনে নিন:-
V2A UV Light Sanitizer Wand

আপনার গ্যাজেটগুলিকে ব্যাকটেরিয়া-মুক্ত রাখতে 1,499 টাকার এই গ্যাজেট মাত্র 599 টাকায় কেনার সুযোগ পাবেন। ল্যাপটপ, মোবাইল ও অন্যান্য অ্যাক্সেসারিজ় ভাইরাস-মুক্ত করার জন্য আদর্শ এই ডিভাইস। এই ডিভাইস ব্যবহার করে নিজের গ্যাজেটগুলিকে 99.99 শতাংশ জীবাণুমুক্ত করে রাখতে পারবেন। পাশাপাশিই আবার ছোট্ট এই ডিভাইস সহজেই পকেটে নিয়ে চলাফেরা করতে পারবেন। USB পাওয়ার সোর্স অথবা চারটি AAA ব্যাটারির মাধ্যমে এই ডিভাইস চালিত হবে।
Wipro B22 12.5W স্মার্ট LED বাল্ব

বাড়িতে স্মার্টফোন, স্মার্টটিভি-সহ আরও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের উপস্থিতির কারণে স্মার্ট বাল্বের জনপ্রিয়তা ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। 2,590 টাকার এই বাল্ব Amazon থেকে মাত্র 649 টাকায় পাওয়া যাচ্ছে। ছোট্ট এই বাল্ব সহজেই রঙ পরিবর্তন করতে পারে। Google Assistant অথবা Amazon Alexa-র মাধ্যমে এই স্মার্ট বাল্ব নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহকরা।
Solimo স্মার্টপ্লাগ 6A

স্মার্ট বাল্ব ছাড়াও এই সেলে সস্তা হয়েছে স্মার্টপ্লাগও। 1,199 টাকা দামের এই স্মার্টপ্লাগ 749 টাকায় বিক্রি হচ্ছে। এই স্মার্টপ্লাগের সঙ্গে কানেক্টেড যে কোনও ডিভাইস স্মার্টফোন থেকে ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। 1,400W-এর কম ক্ষমতার জন্য আদর্শ এই প্লাগ।
Portronics POR 343 UFO 6 পোর্ট 8A হোম চার্জিং স্টেশন

বাড়িতে একসঙ্গে অনেক ডিভাইস চার্জ করতে এই USB চার্জিং স্টেশন কিনতে পারেন। 1,299 টাকা দামের এই চার্জিং স্টেশন মাত্র 599 টাকায় পাওয়া যাচ্ছে। 6টি পোর্টে মোট 8A আউটপুট পাওয়া যাবে। এছাড়াও, এই চার্জিং স্টেশনে রয়েছে একটি স্মার্ট IC। কোনও ডিভাইস ফাস্ট চার্জিং সাপোর্ট করলে তা নিজে থেকে বুঝে যাবে এই চার্জিং স্টেশন। রয়েছে ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট ও শর্ট সার্কিট প্রোটেকশন।
Dragonwar ELE-G9 Thor গেমিং মাউস ও সঙ্গে মাউসপ্যাড

ভালো গেমিং মাউসের সন্ধানে থাকলে ব্যবহার করতে পারেন এই প্রডাক্ট। 1,370 টাকা দামের এই গেমিং মাউস Amazon সেলে মাত্র 899 টাকায় কেনা যাচ্ছে। কম দামে গেমিংয়ের জন্য আদর্শ এই মাউস।
MevoFit Drive ফিটনেস ব্যান্ড

1,000 টাকার কম দামে ফিটনেস ব্যান্ড কিনতে চাইলে এই প্রডাক্ট দেখে নিতে পারেন। 3,999 টাকা দামের MevoFit Drive কিনতে খরচ হবে মাত্র 999 টাকা। এই ফিটনেস ব্যান্ড ব্যবহার করে আপনি স্টেপ, ডিসট্যান্স, রানিং, ও কত ক্যালোরি বার্ন হয়েছে দেখে নিতে পারবেন। রয়েছে অটোমেটিক স্লিপ ট্র্যাকার ও ক্যামেরা ক্লিক শর্টকাট। ওয়াটারপ্রুফ এই ফিটনেস ব্যান্ডে OLED টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফিটনেস ব্যান্ডের ডিসপ্লেতে SMS ও সব ধরনের নোটিফিকেশন পড়ে নিতে পারবেন 
TP-Link TL-WR841N 300Mbps ওয়্যারলেস রাউটার

ওয়্যারলেস রাউটার কেনার পরিকল্পনা থাকলে কিনতে পারেন এই ডিভাইস। 1,699 টাকার এই রাউটার মাত্র 929 টাকায় পাওয়া যাচ্ছে। এই রাউটারে সর্বোচ্চ 300 Mbps স্পিড পাবেন। পাশাপাশিই আবার HD ভিডিয়ো স্ট্রিমিং এবং অনলাইনে গেম খেলা 
Lenovo KM4802 কি-বোর্ড মাউস কম্বো

হাজার টাকার কম Amazon-এ পাওয়া যাচ্ছে Lenovo-র কি-বোর্ড মাউস কম্বো। 1,711 টাকার এই প্রডাক্ট কেনা যাবে মাত্র 999 টাকায়। ল্যাপটপ ও কম্পিউটারে এই কি-বোর্ড ও মাউস কম্বো ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
AmazonBasics কার চার্জার
369 টাকায় পাওয়া যাচ্ছে AmazonBasics-এর ডুয়াল USB চার্জর। Android, iPhone ও অন্যান্য ডিভাইসে এই চার্জার ব্যবহার করে চার্জ করা যাবে। এই ডিভাইসে রয়েছে ওভারলোড, শর্ট সার্কিট ও ওভার ভোল্টেজ প্রোটেকশন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কে এই ‘৬৩ বুড়ি’! তাকে নিয়ে কী করতে চায় ইউটিউব

তথাকথিত ‘৬৩ বুড়ি’-কে নিয়ে তৈরি হয়েছে মাশ-আপ ভিডিও। তাতে গানের ফাঁকে বসেছে মহিলার মুখ থেকে উচ্চারিত গালাগালি। '63 Buri' ইউটিউব কতটা এগিয়ে দিচ্ছে মানব সভ্যতাকে? এই বিষয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বাংলা-য় যদি রচনা লিখতে বলা হয়, তা হলে আশ্চর্য হবেন না। দিনকাল পুরো ইউটিউবেরই। সোশ্যাল মিডিয়া পোস্টানোর জন্য এই খনি অনন্ত। তার উপরে বেবাক স্বাধীনতা যা খুশি আপলোড করার। বোথ ওয়ে ট্রাফিক। হিঁয়াসে গাড়ি ঘুসাও হুঁয়াসে নিকাল দো। এই আসা-যাওয়ার পথের ধারেই যা খেলার, তা খেলে নাও। ইউটিউবে নিয়মিত ভ্রমণরতরা জানেন, এই খেলা এক অন্তহীন পরিসরে। কূল নাই কিনার নাই অথই দরিয়ার পানি। সেই দরিয়ায় যেমন সোনার পাহাড়ওয়ালা দ্বীপ রয়েছে, অমরত্বের আরক-সমৃদ্ধ কলস রয়েছে, তেমনই অজানা হিংস্র প্রাণী-টানিও রয়েছে। অনেকেই বলে থাকেন, ইউটিউব একসময়ে টিভি-কে আউট করে দেবে। দিক। তাই যেন হয় মা মঙ্গলচণ্ডী। কদর্য সিরিয়াল, খবরের নামে অতিনাটক, গান শোনানোর নামে জগঝম্প, সাক্ষাৎকারের নামে কতগুলো অনড্বানের আত্মপ্রচার আর হাসিমুখে দন্তশূল ঢেকে বাংলা উচ্চারণরতা কিছু অ্যাঙ্কর দেখে দেখে চোখে মরু সাহারা। এর বাইরে কি বেরতে পারে না অডিও-ভিস্যু

'গোলন্দাজ' দেবের টানে হলমুখী দর্শক, বক্স অফিসে প্রথম সপ্তাহে ২ কোটির ওপর ব্যবসা!

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিস মাতাচ্ছে 'গোলন্দাজ'। আয় ২ কোটিরও বেশি!  পুজোয় মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের নানান ঘটনা উঠে এসেছে ছবিতে। উনবিংশ শতাব্দীর শেষার্ধে দেশের মাটিতে ইংরেজদের খেলায় তাঁদের হারানোর শপথ নিয়েছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। সেই চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন দেব। ছবি ঘিরে প্রথম থেকেই একটা তুমুল উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে।  এবার বক্স অফিসে কাপালো ‘গোলন্দাজ’। মুক্তির প্রথম সপ্তাহেই আয় ২ কোটিরও বেশি! ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে সিনেমা হল। এবার সবচেয়ে বেশি আয় করল দেব অভিনীত এই ছবি। ছবির মুক্তির পর থেকে গত ৪-৫ দিন ধরে প্রায় প্রত্যেক প্রেক্ষাগৃহে হাউজফুল ছিল এই ছবির দৌলতে।  গোলন্দাজের নির্মাতারা আগামী সপ্তাহগুলিতে আরও বেশি প্রত্যাশা করছেন। কারণ তারা বিশ্বাস করেন উত্সবের আমেজ পেরিয়ে গেলেও, দর্শকদের সিনেমা হলে যাওয়ার অভ্যাস আবার ফিরে আসছে। গোলন্দাজের সাফল্যে উচ্ছ্বসিত দেব বলেন, ‘আমি খুশি যে দর্শকরা সিনেমা হলে ফিরছে। গত দু’বছর ধরে এই করোনা অতিমারির আবহে দর

Bigg Boss 15: এবার নাতি হলে নাম রাখবেন ‘সুটকেস’, সলমনের শো-তে বাপ্পির মন্তব্য

নাতির নতুন গান ‘বাচ্চা পার্টি’র প্রোমোশনে নাতির সঙ্গে সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। প্রথমবার সলমন খানের শো বিগ বস ১৫-এর সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। সঙ্গে ছিল নাতি রেগো। নাতি স্বস্তিক ওরফে রেগোর নতুন গান ‘বাচ্চা পার্টি’র প্রোমোশনে নাতির সঙ্গে সেটে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি।  প্রবাদপ্রতিম সংগীত শিল্পীকে শো-তে স্বাগত জানিয়ে হোস্ট সলমন বলেন, ‘প্রথমবার বিগবসের মঞ্চে বাপ্পিদা এসেছেন। অনেকেই হয়তো জানেন না বাপ্পি দা-এর আসল নাম অলোকেশ’। এই কথা শুনেই মজা করে সংগীত শিল্পী বলেন, ‘আমার নাম অলোকেশ। আমার ছেলের নাম অরুণেশ। ঠিক করেছি এরপর যে আসবে তাঁর নাম রাখব সুটকেস’। শুনে শো-এর মধ্যে হেসে লুটিয়ে পড়েন সলমন। সলমন খান এরপর বাপ্পির নাতি রেগো ওরফে স্বস্তিক লাহিড়িকে স্বাগত জানান। স্বস্তিক বাপ্পি লাহিড়ির মেয়ে রিমা লাহিড়ির ছেলে। রেগোর নতুন গান মুক্তির প্রোমোশনে মূলত শো-তে এসে হাজির হয়েছিলেন দুজনে। নাতি এই নতুন পথচলা সম্পর্কে প্রথিতযশা সংগীতশিল্পী পিটিআইকে বলেছিলেন, ‘এত অল্প বয়সে আমার নাতি মিউজিকে কেরিয়ার শুরু করেছে, এত আমি দারুণ খুশি, গর্বিতও। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর